খবরবাড়ি ডেস্কঃ ‘সততা-নৈতিকতা এবং মূল্যবোধ অবক্ষয়ে আমাদের করণীয়’ শীর্ষক গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘হাসান আজিজুর রহমান মিলনায়তন’ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আলিউল ইসলাম বাদল, প্রভাষক নবীউল ইসলাম, আব্দুল্লাহ আদিল নান্নু, নিশিকান্ত শীল, কৃষক জাহিদুল ইসলাম, অভিভাবক জাফর ইকবাল তুহিন, সৈয়দা ছাকিবুন্নাহার ও শিক্ষার্থী হুমায়রা মিজান ঈস্পিতা, মেহেজাবিন চৌধুরী জান্নাতি প্রমুখ। এসময় বিশ্বসাহিত্য কেন্দ্রে অন্যান্য সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান।
শেষে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় অংশ নেয়াদের মধ্যে মেধা ভিত্তিক ৮জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.