খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) উদয়ন স্বাবলম্বী সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কুখাতাইড় গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, পরিবারের অন্যান্য সদস্য, বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের তেৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় উন্নয়নকর্মীরা জানান, শাহাদত হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকান্ডে যুক্ত ছিলেন। দারিদ্র বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তার নেতৃত্বে উদয়ন স্বাবলম্বী সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে সাঘাটাসহ আশপাশের অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.