খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী ও জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইসাথে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলাকারীদের গ্রেফতারেও দাবী জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এই হামলা নির্বাচনকে সামনে রেখে গভীর ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বের হাদির গুলিবিদ্ধ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দুস্কৃতকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবী জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.