খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন সংগঠন এ মিছিলে অংশ নেয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গাইবান্ধা পৌরপার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘ওসমান হাদী আহত কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘সন্ত্রাসীরা মানুষ মারে, ইন্টেরিম কী করে, ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ বিভিন্ন শ্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার মুখপাত্র জাহিদ হাসান জীবনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক মাসুদ রানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি সাদিক, ছাত্রদল নেতা আরাফাত, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মামুন, এনসিপি নেতা উল্লাস, সৌরভ প্রমুখ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আপ বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ‘জুলাই যোদ্ধা’রা এতে অংশ নেয়।
মিছিলে প্রতিবাদকারীরা দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভপ্রকাশ করেন। তাদের অভিযোগ, এই হামলার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির প্রভাব রয়েছে। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.