খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) কর্মসূচীর মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠন চত্বরে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সংগঠনের কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল। শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যান্যদিনের কর্মসূচীর মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীতানুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদ ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অন্তরঙ্গ থিয়েটারের আলোচনা, গুণিজন সম্মাননা ও নাটক ৩৬ জুলাই, ১৭ ডিসেম্বর দিনাজপুরের নাট্য সমিতির শিল্পীদের নাটক তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত এবং ১৮ ডিসেম্বর পুরস্কার বিতরণ ও নাটক চারদিকে যুদ্ধ।
Leave a Reply
You must be logged in to post a comment.