খবরবড়ি ডেস্কঃ গাইবান্ধায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর আওতায় ৯ জন শিক্ষার্থীকে মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের সুখশান্তির বাজার নারায়নপুর এলাকার ব্র্যাকের বিভাগীয় কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
এসময় ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর হিসাবক্ষক সিদ্দিকুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক জালাল উদ্দিন, কর্মসূচী সংগঠক বিউটি খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেয়।
দরিদ্র শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার জন্য সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থীকে মাধ্যমিক মেধাবিকাশ বৃত্তি প্রদান করা হয়। মেধাবিকাশ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার করে টাকা প্রদান করা হয়।