খবরবড়ি ডেস্কঃ গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন গেলে প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম ছাড়াও জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্মা এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করা ছাড়াও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, পাঠদানের মানবৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে আরো মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।