খবরবাড়ি ডেস্কঃ পৃথিবীর সবকিছুই অনিশ্চিত কেবল মৃত্যুই নিশ্চিত।জন্ম থাকলে তার মৃত্যু অবধারিত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর ৩নং ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য (মেম্বর) খাইরুল আলম (৫১) জীবদ্দশার সকল মোহমায়া-মহব্বত পিছুটান পিছনে ফেলে পাড়ি জমালেন পরপারে-না ফেরার দেশে।
মঙ্গলবার দিনগত মধ্যরাতে (বুধবার) রংপুর মেডিকেলে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পৌরশহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বাড়ইপাড়া (গোবিনপুর) গ্রামের বাসিন্দা সর্বস্তরের পরিচিত মুখ খাইরুল মেম্বর বিগত বেশকিছু দিন ধরে স্বাস্থ্যগত নানা জটীল অসুস্থতায় ভুগছিলেন।
মঙ্গলবার ৯ ডিসেম্বর সন্ধায় গুরুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে এক মেয়ে, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের তেৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিন বুধবার বাদ আসর নিজ বাড়ী চত্ত্বরে বিপুল সংখ্যক মুসুল্লীর অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয় বলে পারিবারিক সুত্র জানায়।