স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে লিজেন্ডারি খেলোয়াড় হিসেবে বিশেষ সম্মাননা পেলেন উদীয়মান নারী ক্রিকেটার মারুফা আকতার।
ব্যক্তিগত অর্জনের এই সাফল্যকে তিনি জীবনের এক স্মরণীয় অধ্যায় বলে উল্লেখ করেছেন।
সম্মাননা গ্রহণের পর তিনি জানান, এই অর্জন শুধু তার একার নয় এর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের ভালোবাসা, সহযোগিতা ও পরিশ্রম। বিকেএসপি কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের ডিজি, ট্রেনিং স্যার, কোচিং স্টাফসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং মাঠের বাইরে নীরবে কাজ করে যাওয়া কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই সম্মান আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। সময় হলে তার সঠিক মূল্য পাওয়া যায়।”
আগামী দিনে আরও বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন,এবং দেশের জন্য আরও বড় কিছু বয়ে আনতে চান।
বিকেএসপির এই সম্মাননা তরুণ এই খেলোয়াড়ের ক্যারিয়ারে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে জানা গেছে।