খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরালয়ের নিকটাত্মীয়স্বজনদের নিয়ে ডা. সাদিক এঁর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের হরিণমারী গ্রামে মরহুম নজরুল ইসলামের বাড়ী (শ্বশুর বাড়ি) চত্বরে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হরিণমারী গ্রামের জামাতা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী
ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিপুল সংখ্যক নিকটাত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও আস্থাভাজন জনমানুষের উপস্থিতিতে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দো’আ পরিচালনা করেন আলহাজ্ব আমিনুল ইসলাম মিনু।
আবুল ফজল খোকা মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, বিএনপি নেতা আব্দুল আউয়াল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, নিকটাত্মীয় আমিন জুমায়েল জিননু ও সাব্বির হোসেন ছাড়াও ডা. সাদিকের শ্বশুরবাড়ীর অন্যান্য সজ্জনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. সাদিক তাঁর বক্তব্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে এলাকার শিক্ষিত বেকার নারী ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তথা বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে চাই। এছাড়া সম্মিলিত কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ব্যবস্থা গ্রহণ করতে চাই। আর এসব বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে আপনারা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ।
Leave a Reply
You must be logged in to post a comment.