খবরবাড়ি ডেস্কঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও দুদক-রংপুরের যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সহায়তায় জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানো, মানববন্ধন এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার লায়লাতুন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধার সহ-সভাপতি আফরোজা লুনা।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুন্ডু, দুদক রংপুর-এর সহকারী পরিচালক এ.কে.এম নূরে আলম সিদ্দিক, দুপ্রক-গাইবান্ধার সভাপতি এম. আব্দুস সালাম, দুপ্রক সহ-সভাপতি ও সনাক সদস্য অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং দুপ্রক সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান স্বপন।
সভা ও মানববন্ধনে বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সনাক, ইয়েস, এসিজি, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্য এবং জেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিবসের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘দুর্নীতিবিরোধী দিবসের সফলতা তখনই নিশ্চিত হবে যখন সব সরকারি দপ্তর সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাঙ্খিত সেবা দিতে সক্ষম হবে। সকল দপ্তর প্রধানকে নৈতিকতা ও সুশাসনের চর্চা জোরদার করতে হবে। তবেই জনসেবায় আস্থা বাড়বে এবং উন্নয়ন হবে টেকসই। শিশুদের নীতি-নৈতিকতা, সততা ও স্বচ্ছতার চর্চায় উদ্বুদ্ধ করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।’
Leave a Reply
You must be logged in to post a comment.