খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড কাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
সুজনের জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। সুজন-হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দে’র সঞ্চালনায় গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজনের সাবেক জেলা সভাপতি সাংবাদিক গোবিন্দলাল দাস, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, সংস্কৃতিকর্মী দেবাশীষ দাশ দেবু ও শিরিন আকতার, শিক্ষক রনজিত সরকার প্রমুখ।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, রাজনীতিক, শিক্ষাবিদ, আইনজীবী, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
বক্তারা বলেছেন, গণতান্ত্রিক যাত্রার প্রথম ধাপ হলো সুষ্ঠু নির্বাচন। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহি প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হয়।
বৈঠকে বক্তারা আরো বলেন, নির্বাচন কেবল একটি দিনের ঘটনা নয়; এটি একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া, যার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি রক্ষা না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা, রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক সমাজের সক্রিয়
অংশগ্রহণ অপরিহার্য।