খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে গোবিন্দরায় দেবত্তর গ্রামের চেরেঙ্গার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়েও মতবিনিময় করেন।