খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কোনোভাবেই পরীক্ষা স্থগিত করা হবে না উল্লেখ করে তিনি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
ইউএনও জানান, সরকার বার্ষিক পরীক্ষার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তাই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার কার্যক্রম চলবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনার সন্তানকে নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে পাঠানোর অনুরোধ করছি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।”
সহকারী শিক্ষকদের চলমান দাবি-দাওয়া প্রসঙ্গে ইউএনও বলেন, সরকারের বিধি মোতাবেক এসব দাবি যথাযথ প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে। দাবি আদায়ের জন্য শিক্ষকদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও জানান, সরকারি চাকরির বিধি অনুসরণ করে দায়িত্ব পালন করা সকল শিক্ষকের বাধ্যবাধকতা। কোনো ধরনের বিধিভঙ্গ ঘটলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা পরিচালনায় কোনো শিক্ষক সহযোগিতা না করলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বেচ্ছাসেবক বা অভিভাবকদের সহায়তায় বিকল্প ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করবেন বলেও ইউএনও নির্দেশ দেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা পরিষদের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন বলেও নিশ্চিত করা হয়েছে।
ইউএনও আরও বলেন, অভিভাবকদের উদ্বিগ্ন করা, শিক্ষার্থীদের ক্ষতি করা ও কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত করে কোনো দাবি আদায় কাম্য নয়। প্রয়োজনীয় যেকোনো বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করছি।