খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে বিভিন্ন ভোট কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ, সাবদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, রবিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভগবানপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা প্রকল্প অফিসের বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে সার্বিক অবস্থা ও নানা বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, সহকারি নির্বাচন অফিসার হাবিবুর রহমান, বরিশাল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হামিদ সরকার ও উপজেলা পরিষদ অফিসের সিএ আনোয়ার হোসেন ছাড়াও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।