খবরবাড়ি ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টো ২০২৪ সালের অক্টোবর মাসে যোগদানের পর অল্প সময়ের মধ্যে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক আচরণ প্রদর্শন করে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ভুক্তভোগী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন।
তিনি থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের ন্যায্য সহযোগিতা নিশ্চিত করা এবং সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকায় প্রশংসা কুড়ান।
২৮ নভেম্বর ২০২৫ তারিখে পলাশবাড়ী থানায় তার শেষ কর্মদিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সহযোগী সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও গণমাধ্যম কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিদায় জানান।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, ওসি জুলফিকার আলি ভুট্টো দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কর্মকাণ্ড এলাকার নিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে।
বিদায় মুহূর্তে ওসি জুলফিকার আলি ভুট্টো সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পলাশবাড়ীর মানুষের ভালোবাসা ও সহযোগিতা আজীবন মনে থাকবে। দায়িত্বপালনের সময় যে সহায়তা ও সহযোগিতা পেয়েছি, তা আমার কর্মজীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
ওসি জুলফিকার আলি ভুট্টো ময়মনসিংহ রেঞ্জে বদলি হয়েছেন। বিদায় সংবর্ধনার পর তিনি ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কর্মস্থল ত্যাগ করেন।