খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া বাজার, পশ্চিম গোপালপুর, বেড়াডাঙ্গা ও পশ্চিম নয়ানপুর গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে পথচারীসহ বাড়ী বাড়ী ঘুরে এসব লিফলেট বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটনের নেতৃত্বে লিফলেট বিতরণ কালে বিএনপির নেতা বেনজির আহম্মেদ, ছালেক মন্ডল, জসিম উদ্দিন, শাহারুল ইসলাম, তাঁতীদল নেতা রেজাউল করিম, কৃষকদল নেতা আঃ গণি সরদার ও আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।