খবরবাড়ি ডেস্কঃ
জামালপুর তরুণ ও যুব সমাজের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো চাইনিজ নাইট ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন।
২৮ নভেম্বর শুক্রবার রাত ৮টায় পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমকালো আয়োজনে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনের ধানের শীষ প্রতীক থেকে সংসদ সদস্য প্রার্থী ও সভাপতি, বিএনপি গাইবান্ধা জেলা শাখা।
এ সময় পলাশবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে,
শিশু কানন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল, ঘোড়াঘাট রোড, পলাশবাড়ী এবং মা মটরস, ঘোড়াঘাট রোড, পলাশবাড়ী
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে জামালপুর তরুণ ও যুব সমাজ, পলাশবাড়ী পৌরসভা, গাইবান্ধা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়,
শিশু কানন একাদশ
ভাই বন্ধু একাদশ
রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শিশু কানন একাদশ ১–০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে।
রাতের আলো, উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের উচ্ছ্বাসে পলাশবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ যেন ছোট্ট এক ফুটবল ময়দানে পরিণত হয়। আয়োজকরা জানান, পুরো টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন।