মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী, গাইবান্ধাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে; কারণ শ্রমিকই দেশের মূল চালিকা শক্তি। তাদের পরিশ্রম, ঘাম আর নিষ্ঠার ওপর দাঁড়িয়ে থাকে সভ্যতা, সমৃদ্ধি ও উন্নয়ন। শ্রমিকের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই ভিত্তিতে দাঁড় করাতে হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশের নিরাপত্তা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়নে শ্রমজীবী মানুষের সঙ্গে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি শ্রমিকদের উদ্দেশে আরো বলেন, “পরিবর্তনের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে হবে। যে নেতৃত্ব শ্রমিকের ভাগ্য বদলে দিতে ব্যর্থ হয়েছে, তা আর রাখার প্রয়োজন নেই। আমি আপনাদের পাশে থেকে একটি শ্রমিকবান্ধব সমাজ গড়তে চাই।”
এসময় সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলামসহ নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।