খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কার্যালয় পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জে পৌঁছলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার প্রদান থানা পুলিশ। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেদায়েতুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরআগে বিভাগীয় কশিনার গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রশাসনিক পরিদর্শন শেষে বিকেল ৪টায় বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ মিলনায়তনে দাপ্তরিক প্রধানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। তিনি উপজেলার সার্বিক বিষয়ে প্রশংসা করেন।