খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভুচরন দাস, উপজেলা জামাতের আমীর এরশাদুল হক ইমন, উপজেলা এনসিপির সমন্বয়ক আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সাদুল্লাপুর প্রেস কাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, প্রধান শিক্ষক নওশের আলম ইঞ্জিন, প্রধান শিক্ষক উম্মে হাবিবা লেহিনা আক্তার সীমা, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সাংবাদিক জালাল উদ্দিন ও গোলাম রাব্বানী প্রমুখ।