খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: রাজ-৪৯৪) একাংশ সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপন, জালাল ও বকুল গংয়ের তথাকথিত সংবাদ সম্মেলনের বিভিন্ন বক্তব্যকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে। বুধবার রাত ১১টায় অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের ড্রাইভারসহ শ্রমিক নেতা মো. খাজা মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. মধু মিয়া, মো. শাহিন মিয়া, মো. হাসানুর রহমান, মো. মাহমুদুল হাসান, মো. জায়দাল হক এবং মো. আলমগীর মিয়া।
লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সংবাদ সম্মেলনে মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আব্দুল মোতাল্লিব সরকার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে উপস্থাপন করা হলেও এসব দাবি সংগঠনের গঠনতন্ত্রবহির্ভূত। হানিফ জানান, রিপন অতীতে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত এবং বকুল সংগঠনের অনুমোদিত সদস্য নন।
সংগঠনের একাংশ অভিযোগ করে, বহিষ্কৃত ও অননুমোদিত কয়েকজন ব্যক্তি সংগঠনের নিয়ম ভঙ্গ করে শ্রমিক কার্ড ইস্যু করেছেন, যা শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এছাড়া বৈধ শ্রমিক কার্ড জব্দ রাখার বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।
অফিস দখল প্রসঙ্গে বক্তারা বলেন, অস্থায়ী কার্যালয়টি কিছুদিন জটিল পরিস্থিতির কারণে কার্যক্রম চালাতে পারেনি। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কার্যালয়টি পুনরায় কার্যক্রমে ফিরেছে বলে তারা জানান।
এ সময় বক্তারা উল্লেখ করেন, শ্রম দপ্তর রাজশাহী তলবী সভার জন্য করা দুটি আবেদন বাতিল করেছে কারণ আবেদনকারীরা সংবিধানগতভাবে বৈধ না। এসব সিদ্ধান্ত ভিন্নভাবে উপস্থাপন করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও তারা মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি পেশ করা হয়:
১. সংগঠনের নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
২. অবৈধভাবে ইস্যুকৃত শ্রমিক কার্ড বাতিল।
৩. সংগঠনের ভেতর বিভক্তি ও অস্থিরতা সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
বক্তা আরও বলেন শ্রমিকদের স্বার্থ, শান্তি ও ঐক্য রক্ষায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।