খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (ভুমি) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো. শফিকুল আলম, সাদুল্লাপুর প্রেস কাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, রিপের্টার্স কাবের সভাপতি শহিদুল ইসলাম ও ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন প্রমূখ।
এরআগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছিলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত)।
Leave a Reply
You must be logged in to post a comment.