খবরবড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। শনিবার (২২ নভেম্বর) দুপুরে জিয়া পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার সহযোগীতায় অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী খন্দকার মোস্তাক আহমেদ শাকিল, জিয়া পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান উজ্জ্বল, সদস্য সচিব আবু সাঈদ মাহবুব আলম ফারুক, প্রধান শিক্ষক এনাশদ আলী, আনোয়ারুল ইসলাম, আব্দুল বারী, মশিউর রহমার রুপম, সহকারী শিক্ষক রতনা খাতুন ও নুরাইয়া চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত প্রধান শিক্ষকদের কাছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যার কথা শোনা হয়। এরপর আগামীতে সেই সমস্যাগুলোর নিরসনের জন্য আশ্বাস প্রদান করেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
Leave a Reply
You must be logged in to post a comment.