খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডে মৎস্যজীবি দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম গোয়ালপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে নির্বাচী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
পৌর মৎস্যজীবি দলের সভাপতি মাছুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে সভাপতি জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল হালিম প্রামানিক।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে সভাপতি জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল হালিম প্রামানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা ও ওয়ার্ড নেতৃবৃন্দসহ অন্যান্যরা। এসময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আমরা বেকার নারী ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাসহ শিক্ষিত নারী-যুবকদের বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে চাই। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ব্যবস্থা গ্রহণ করতে চাই। তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ সংসদীয় আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে বিপুল ভোটে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.