খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর ঢাকা-রংপুর মহাসড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া শহরের চেলোপাড়ার রোহান ইসলামের স্ত্রী বেলি আক্তার (২৪) এবং লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের আকতার হোসেনের স্ত্রী আয়না বেগম (৩২)।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশার থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীবেশে থাকা বোরকা পরা ওই দুই নারীর শরীর থেকে ২৫টি করে মোট ৫০টি ফেনসিডিলের বোতল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.