খবরবাড়ি ডেস্কঃ পঞ্চগড় জেলার বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ অত্রালাকায় ক্ষুদে শিল্পীদের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে।
বোদা উপজেলা প্রশাসনর তত্ত্বাবধানে উপজেলা সাংস্কৃতিক পরিষদ ১৯৮৪ সালে প্রতিষ্ঠ হয়। পরবর্তীতে ১৯৯১ সালে উপজেলা সাংস্কৃতিক পরিষদ রেজিষ্ট্রেশনভুক্ত হয় (যার রেজিঃ নং-৬৯৮/৯১)। সপ্তাহে দু’দিন শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক পরিষদে ১০টি বিষয়ে যেমন- চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, সঞ্চালন কৌশল, নৃত্য, নাটক, সংগীত, তবলা, প্যাড ও কি-বোর্ড প্রশিক্ষণ দিয়ে থাকে। সাংস্কৃতিক প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং সাধারণ সম্পাদক প্রশিক্ষক ঠাকুরগাঁও বেতারের শিল্পী আনিছুর রহমান ও সদস্য সাংবাদিক হারুন-অর-রশিদ। সাংস্কৃতিক পরিষদে প্রশিক্ষক হিসেবে ঠাকুরগাঁও বেতারের শিল্পী সহকারি প্রশিক্ষক (গান) নিবেদিকা দত্ত ও নাটকে গীতিকার টিএম মনোয়ার হোসেনসহ অন্যান্য বিষয় উপযুক্ত প্রশিক্ষক রয়েছেন। এ সাংস্কৃতিক পরিষদে মোট শিক্ষার্থীর সংখ্যা ৯০ জন।
অত্র সাংস্কৃতিক পরিষদ হতে শিশু নাট্য শিল্পী ওমর প্রকাশ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল। এছাড়াও গান ও কবিতায় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও এ শিল্পী হিসেবে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে।
Leave a Reply
You must be logged in to post a comment.