খবরবাড়ি ডেস্কঃ চির অবহেলিত, অনুন্নত এবং কাঙ্খিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়া গাইবান্ধার পলাশবাড়ীর সামগ্রিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন তরান্বিত করতে গঠিত ‘পলাশবাড়ী উন্নয়ন ফোরাম’-এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টায় পলাশবাড়ী পৌরশহরের এএএসবিপি মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে এক জরুরী সভায় পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ ও সাধারণ সম্পাদক শিক্ষক রফিকুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিজানুর রহমান, ড. মো.তানজিউল ইসলাম, প্রফেসর মো. বদিউজ্জামান সরকার, মাহমুদা চৌধুরী, নবীউল ইসলাম, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লা, আব্দুল মতিন মিয়া, প্রভাষক অনুপমা বর্মন সেতু, সাংগঠনিক সম্পাদক সুরুজ হক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী, অর্থ সম্পাদক হারুনার রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.মাসুদুর রহমান মাসুদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মো. আরিফ উদ্দিন, ক্রীড়া সম্পাদক এসএম নুর সিদ্দীকুল জাহিদ মনা, অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক দীলিপ চন্দ্র রায়, কার্যকরী সদস্য মনজুর কাদির মুকুল, মোছা. রোকসানা আকতার, এসএম জহুরুল ইসলাম, নওশীর হারুন ইঞ্জিল ও আহসান হাবিব খান রবি।
সভায় পলাশবাড়ীর জনগুরুত্বপূর্ণ অগ্রাধিকার উন্নয়ন বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.