খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সাথে গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক স্থানীয় উন্নয়ন, সুশাসন ও জনসেবায় গণমাধ্যমের সহযোগিতাকে অপরিহার্য উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
গণমাধ্যমকর্মীরা জেলার সার্বিক সমস্যা, দুর্নীতি প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জনভোগান্তি কমাতে প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা প্রশাসনের সাথে নিয়মিত মতবিনিময় চালু রাখার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.