খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে অক্টোবর- ডিসেম্বর-২০২৫ কোয়াটারে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারি জমিরা মুন্সি গ্রামে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১)
হৃদয় মাহমুদ চয়ন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (অ.দা.) তানিয়া তাজনীন মেমী ও রামজীবন ইউয়িনের ইউপি সদস্য মোছা. খুকি আক্তারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. মাসুদুর রহমান মাসুদ।
আলোচনার বিষয় সমূহ ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শশুকে মাতৃদুগ্ধ দান, শু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী, শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইভটিজিং, পরিস্কার পরিচ্চন্ন ইত্যাদি।