সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধায় মাদক সেবনের অপরাধে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। তাদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুল গোলাম রসুল (২৬) ২ মাস, গাইবান্ধা শহরের সার্কুলার রোডের রফিক মিয়ার ছেলে ওয়াশিম (৩৬) এর ১ মাস, শহরের কলেজপাড়ার শাহীন মাহমুদের ছেলে মাসুদ (১৯) ও সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত আমিন উদ্দিন ব্যাপারীর ছেলে রাজা মিয়া (৪৫) এর ৭ দিন করে জেল দেয়া হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকালে মাদক সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান এ সাজার রায় দেন।