এম,এ শাহীন, তারাগঞ্জ,রংপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতায় এলে তিনি এক টাকাও হারাম খাবো না। আমরা স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই। জনগণ আমাদের সততার পাশে থাকলে সৎ ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের আলমগীর বাজারে উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনা হলে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। আমরা চাই এমন আদর্শিক নেতৃত্ব, যারা অন্যায়ের সামনে মাথা নত করবে না।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান করছি।
সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির এস এম আলমগীর হোসেন, এবং উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় সদস্যরা।
Leave a Reply
You must be logged in to post a comment.