সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কেন্দ্রবিন্দু এসি ল্যান্ড অফিস। অথচ এই ভবনের গেট থেকে প্রায় ত্রিশ গজ হদূরে প্রকাশ্যে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে। এটি শুধু অব্যবস্থাপনা নয়; সরাসরি রাষ্ট্রীয় আইন লঙ্ঘন এবং জননিরাপত্তার প্রতি চরম অবহেলা।
বাংলাদেশে দাহ্য ও বিস্ফোরক তরল সংরক্ষণ, বহন ও বিক্রির ক্ষেত্রে যে আইন সবচেয়ে স্পষ্ট, তা হলো Explosives Act, 1884 এবং Explosive Substances Act, 1908।
Explosives Act, 1884-এর ধারা ৩ ও ৫ অনুযায়ী, যে কোনো দাহ্য বা বিস্ফোরক তরল সংরক্ষণ বা বিক্রি করতে হলে লাইসেন্স বাধ্যতামূলক। খোলা বোতলে পেট্রোল বিক্রি এই ধারার সরাসরি ব্যত্যয়।
ধারা ৮ স্পষ্টভাবে বলে, এমন কোনো স্থানে বিস্ফোরক বা দাহ্য বস্তু রাখা যাবে না যা জননিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করে। প্রশাসনিক ভবন, উচ্চ জনসমাগম এবং নথিপত্রভর্তি অফিসের পাশে পেট্রোল বিক্রি এই ঝুঁকিকে বহুগুণ বাড়ায়।
Explosive Substances Act, 1908-এর ধারা ৪ অনুযায়ী, অসতর্ক ব্যবহারে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকলে অপরাধীর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যায়,শাস্তি হতে পারে কারাদণ্ড।
এছাড়া দাহ্য তরল পরিবহন ও সংরক্ষণ বিধিমালা, ২০০২ খোলা পাত্রে পেট্রোল বিক্রি সরাসরি নিষিদ্ধ করে। এ ধরনের বিক্রি কোনোভাবেই “অননুমোদিত” ছাড়া অন্য কিছু নয়।
এসি ল্যান্ড অফিসের সামনে এ ঘটনা প্রশাসনিক নজরদারির ব্যর্থতার উদাহরণ। কর্তৃপক্ষের নীরবতা শুধু আইনের প্রতি অবজ্ঞা নয়,সমগ্র এলাকার মানুষের জানমালের ঝুঁকি তৈরি করা।
Leave a Reply
You must be logged in to post a comment.