খবরবাড়ি ডেস্কঃ ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলরা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ছাড়াও অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে সুন্দরগঞ্জ সরকারি কলেজকে ৬-০ গোলে হারিয়ে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। অপর ম্যাচে মহিমাগঞ্জ কারিগরি কলেজকে ট্রাইবেকারে হারায় বোনারপাড়া সরকারি কলেজ।
এ টুনার্মেন্টে জেলার ৭ উপজেলার ৭টি সরকারী কলেজ এবং ৫ টি বেসরকারী কলেজ অংশ নিচ্ছে।
সরকারি কলেজ গুলো হচ্ছে- গাইবান্ধা সরকারি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ, ফুলছড়ি সরকারি কলেজ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, বোনারপাড়া সরকারি কলেজ, সাদুল্লাপুর সরকারী কলেজ ও পলাশবাড়ী সরকারি কলেজে।
অন্যদিকে; বেসরকারি কলেজ গুলোহচ্ছে, সদরের হাজী ওসমান গণি ডিগ্রি কলেজ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, সাঘাটা ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ ও মহিমাগঞ্জ কারিগরী কলেজ।
আগামী ২২ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.