খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে প্রচারণায় হোসেনপুর ইনিয়নয় বিএনপি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় হোসেনর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিমএর নেতৃত্বে হোসেনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কিশামত চেরেঙ্গা গ্রামে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সালাম বিনিময়সহ বিএনপির সাফল্য এবং প্রার্থীর বিভিন্ন দিক উল্লেখ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ছাড়াও সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানানো হয়।
প্রচারণাকালে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আয়তাল হক সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীরসহ ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীররা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.