খবরবাড়ি ডেস্কঃ
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশের উদ্বোধন হয়। বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেম-ওলামা এতে অংশ নিচ্ছেন।
সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের আগমন বাড়তে থাকায় রাজধানীর বেশ কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গুলিস্তান, পল্টন, ফুলবাড়িয়া, কাকরাইল ও বাংলামোটর এলাকায় দীর্ঘ সময় ধরে যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে রওনা হন।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন সড়কগুলোতে যান চলাচল বন্ধ রেখে বিকল্প রুটে পরিবহন সরানোর ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকরা জানান, খতমে নবুওয়ত ইস্যুতে বিচ্ছিন্নভাবে সভা-সমাবেশ হলেও এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন— পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমান, ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাশেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীসহ সৌদি আরব, মিসরসহ আরও কয়েকটি দেশের বিশিষ্ট আলেমগণ।
দেশের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত আছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদ হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম ও মামুনুল হকসহ আরও অনেকে।
সম্মেলনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজনটির সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।