খবরবাড়ি ডেস্কঃ ডিবিসি নিউজ-এর গাইবান্ধা প্রতিনিধি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ ও মহিলা পরিষদর সাধারণ সম্পাদক রিকতু প্রসাদের মা শকুন্তলা দেবী পরলোকগমন করেছেন। তিনি গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কবি-গীতিকার অমিতাভ দাশ হিমুন ও সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর শাশুড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
কয়েকদিন আগে শকুন্তলা দেবী বার্ধক্যজনিত কারণে গাইবান্ধা শহরের ডিবি রোডে ছেলে বিপ্লব প্রসাদের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে তিনি পরলোকগমন করেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাঁর মরদেহ প্রথমে মমিনপাড়ার পুরাতন বাড়িতে এবং পরে ভিএইড রোড কালীবাড়িতে নেয়া হয়। এরপর পৌর মহাশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এতে শহরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
এদিকে; শকুন্তলা দেবীর মৃত্যুতে গাইবান্ধা প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক শিরিন আকতার, বেসরকারি সংগঠন- গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম, প্রগতি লেখক সংঘের সভাপতি দেবাশীষ দাশ দেবু, সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, পরিবেশ কাবের আহবায়ক গোলাম রব্বানী মুসাসহ গাইবান্ধার সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।