খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী এস.এম.সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পলাশবাড়ী ক্রিকেট একাডেমির আয়োজনে ‘পলাশ টি-২০’ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভ্ুেট্টা। এতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী ক্রিকেট একাডেমীর পরিচালক মাসুদ রানা শেখ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর আবু বকর সিদ্দিক, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী এস.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক আব্দুল বারী সরকার এবং এনসিপি নেতা অর্নব আহমেদ সামিদ।
উদ্বোধনী দিনে রংপুর ক্রিকেট একাডেমী ও সৈয়দপুর বাংলা লায়ন ক্রিকেট কাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর ক্রিকেট একাডেমী। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, পলাশবাড়ীতে এমন আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে। সেইসাথে মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।