এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু এবং চারজন আহত হয়েছে। রোববার সকালে হরিপুর ইউনিয়নের কাইম চরিতাবাড়ী নামকস্থানে বজ্রপাতে দিন মজুর আজাহার আলী মারা যায়। আজাহার আলী চরিতাবাড়ী গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- সকাল আনুমানিক ১০টার সময় মুশুলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলাকালিন সময় আজাহার আলীসহ আরও চারজন দিনমজুর তোষাপাট কাটার কাজ করছিল। এমন সময় বজ্রপাতে তোষাপাট ক্ষেতেই আজাহার আলী মারা যায়। আহতরা হলেন ওই গ্রামের ফকর উদ্দিনের ছেলে আজিবর আলী, হবিবর হাজীর ছেলে লেবু মিয়া, আজাহার আলীর ছেলে লাল মিয়া ও স্বাধীন মিয়ার স্ত্রী কল্পনা বেগম। আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।