খবরবাড়ি ডেস্কঃ ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সংগঠন কার্যালয়ে ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক অ্যাড. সেকেন্দার আযম আনাম, সহ-সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, মোস্তাফিজুর রহমান, ওবায়দুর রহমান ও সুবোধ চন্দ্র প্রমুখ।
বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবসে রোগীদের এই রোগ নিয়ন্ত্রনে সচেতন ও সুস্থ্য শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দেন।