খবরবাড়ি ডেস্কঃ ২০২৫-২৬ অর্থবছরে (অক্টোবর-ডিসেম্বর) ২০২৫ দ্বিতীয় প্রান্তিকে গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তরভাতগ্রাম উত্তরপাড়া গ্রামে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার (অ. দা.) তানিয়া তাজনীন মেরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক ও বুজরুক জামালপুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রনজিদ কুমার সরকার। এসময় অত্রালাকার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. মাসুদুর রহমান মাসুদ।