খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ভোটবাবুকে (৫৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পুলিশি অভিযানকালে পৌরশহরের টিনপট্টিতে ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোটবাবু পৌরশহরের উদয়সাগর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম ভোটবাবু পূর্বে দায়েরকৃত একটি মামলার সংযুক্ত আসামী।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট’ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।