গাইবান্ধা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াম বীরবিক্রম এমপি রোববার সকাল ১১টায় গাইবান্ধায় আসছেন। প্রথমে মন্ত্রী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় যোগদান করবেন। এরপর মন্ত্রী জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে গাইবান্ধা ত্যাগ করবেন। তার সফর সঙ্গী হিসেবে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।