খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় কালিয়া সাধু (৭০) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বুড়িতলা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূজা-অর্চনা শেষে কালিয়া সাধু বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা তিন দুর্বৃত্ত মোটরসাইকেলসহ তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। আত্মচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, এসআই সামিউলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে। আহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।