খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আব্দুস সবুর মিয়া, সহকারী শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জোহা লুডু, সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ মিয়া, মমিনুল ইসলাম, আঞ্জুমান বেগম, রোস্তোম মিয়া, লাভলী খাতুন, তৌহিদা বেগম, খাইরুল ইসলাম, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, বিশ্বজিৎ সরকার, শাহিদুল ইসলাম ও আবু হানিফ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।