খবরবাড়ি ডেস্কঃ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সংসদ নির্বাচন ফেব্রুয়ারীতে হলে ডিসেম্বরে তফসীল। তফসীলের আগে গণভোট করার কোনো বাস্তবতা নাই। তাই আমরা মনে করি। জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে। তবে অবশ্যই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে গণভিত্তি ও আইনী ভিত্তি দিতে হবে।
রোববার (১১ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩শ’ আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছে। তবে এখনকার এই রাজনৈতিক দলগুলো সবাই মিলেমিশে গণঅভ্যুত্থানে মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে। আগামীতে যদি জাতীয় প্রয়োজনে কোন রাজনৈতিক দলের সাথে জোট করতে হয়, দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা সেটি বিবেচনা করবো। তফসিল ঘোষনা হলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বক্তব্য প্রদানের এক পর্যায়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদ সংসদ সদস্য প্রার্থী হিসেবে মো. সুরুজ্জামান সরকারের নাম ঘোষনা করে তাকে পরিচয় করে দেন।
গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে এবং গাইবান্ধা জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হোসাইন, কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম ও হানিফ খান সজিব, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদ উপজেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সী ও নজরুল ইসলাম মাস্টার প্রমুখ।