খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মুহাম্মদ নজরুল ইসলামকে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এরআগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে; সদ্য বদলিকৃত গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে। একইসাথে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দক্ষতা-অভিজ্ঞতা ও প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বিবেচনায় এ বদলী ও পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকরা দ্রুতই তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।