খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্যাবসা কেন্দ্র ধাপেরহাট বন্দরে চতরাহাট রোডে বণিক সমবায় সমিতির অফিস শুভ উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুম্মা বণিক সমবায় সমিতির অফিস আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলহাজ্ব মজিবর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ আসনের জামাতের নমিনী মাও. নুরুল আমিন, এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক আতিকুর রহমান আতিক, সাদুল্লাপুর উপজেলা যুব জামাতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন, ধাপেরহাট জামাতের সেক্রেটারী সুজন মিয়াসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বণিক সমিতির সভাপতি আপেল মাহমুদ। এসময় ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির সদস্য, গণ্যমান্য ব্যক্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।