খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সদর ইউনিয়নের পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় (চর) মাঠে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ২০২৫-২০২৬ অর্থবছরের (অক্টোবর- ডিসেম্বর) ২০২৫ দ্বিতীয় প্রান্তিকে জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার (অ.দা.) তানিয়া তাজনীন মেমী’র সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরীফা ইয়াছমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) হৃদয় মাহমুদ চয়ন ও ইউসিবি ব্যাংক ঢাকা শাখার অফিসার মুহাম্মদ তারেক আজিজ। এসময় অত্রালাকার নারী উদ্যোক্তাসহ অন্যান্য উপস্থিত ছিলেন। সমাবেশটির সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. মাসুদুর রহমান মাসুদ।