খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্মা আব্দুল আহাদ লাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হাছান, আব্দুল হাই মন্ডল, মোছা. রাবেয়া বেগম, মোছা. নিলুফার ইয়াছমিন, মামুন অর রশীদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার, উত্তর সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছার রহমান মিলন, রাইতি নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম ও খামার বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এসময় উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ছাড়াও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মাসিক সমন্বয় সভায় কয়েকটি কার্যপরিকল্পনার মধ্যে স্কুল ফিটিং, শিশু জরিপ, উপবৃত্তি, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, বৃত্তি ও তৃতীয় মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে উপস্থাপন করা হয়।